বরাবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা
আগৈলঝাড়া, বরিশাল।
বিষয়ঃ গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ মহিউদ্দিন, পিতাঃ মৃতঃ জয়নুল আবেদীন, গ্রামঃ চাউকাঠি, ইউনিয়নঃ রত্নপুর, আগৈলঝাড়া, বরিশাল। আমাদের বাড়িতে নিরাপদ পানীয় জলের কোন উৎস নেই। এজন্য অনেকটা দূর হতে পানীয় জলের ব্যবস্থা করতে হয়। বর্ষা মৌসুমসহ অনেক সময় পানি সংগ্রহ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তখন আশপাশের অনিরাপদ পানি ব্যবহার করতে হয়। এজন্য প্রায়ই চর্মরোগসহ পানিবাহিত রোগে পরিবারের অনেকেই অক্রান্ত হয়ে পড়ছি। এ সমস্যা থেকে পরিত্রানের জন্য আমাদের বাড়িতে একটি গভীর নলকূপ খুবই প্রয়োজন। গভীর নলকূপ স্থাপনের মত আর্থিক সামর্থ্য ও আমাদের নেই। তাই আপনার সহায়তা আমাদের খুবই প্রয়োজন।
অতএব, জনাবের কাছে আকুল প্রার্থনা আমাদের দূর্ভোগের কথা বিবেচনা করিয়া বিশুদ্ধ পানির জন্য একটি গভীর নলকূপ স্থাপন করার জন্য জনাবের একান্ত মর্জি হয়।
পার্শ্ববর্তী প্রতিবেশীদের নামের তালিকাঃ
১। মিসেস রেহানা, পিতাঃ দেলোয়ার হোসেন।
২। মোঃ মাহাবুল সরদার, পিতাঃ আফসার আলী সরদার।
৩। মোঃ সিরাজ সরদার, পিতাঃ আফসার আলী সরদার ।
৪। জুলহাস, পিতাঃ জহিরুল।
৫। জাহাঙ্গীর হোসেন, পিতাঃ আঃ জব্বার।
তারিখঃ ০১/০৬/২০২৫ইং
বিনীত নিবেদক
(মোঃ মহিউদ্দিন)
গ্রামঃ চাউকাঠি,
ইউনিয়নঃ রত্নপুর,
আগৈলঝাড়া, বরিশাল।
০১৩৩৬৮-৩৮২২৯
উপজেলা নির্বাহী কর্মকর্তা
আগৈলঝাড়া, বরিশাল।
বিষয়ঃ গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ মহিউদ্দিন, পিতাঃ মৃতঃ জয়নুল আবেদীন, গ্রামঃ চাউকাঠি, ইউনিয়নঃ রত্নপুর, আগৈলঝাড়া, বরিশাল। আমাদের বাড়িতে নিরাপদ পানীয় জলের কোন উৎস নেই। এজন্য অনেকটা দূর হতে পানীয় জলের ব্যবস্থা করতে হয়। বর্ষা মৌসুমসহ অনেক সময় পানি সংগ্রহ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তখন আশপাশের অনিরাপদ পানি ব্যবহার করতে হয়। এজন্য প্রায়ই চর্মরোগসহ পানিবাহিত রোগে পরিবারের অনেকেই অক্রান্ত হয়ে পড়ছি। এ সমস্যা থেকে পরিত্রানের জন্য আমাদের বাড়িতে একটি গভীর নলকূপ খুবই প্রয়োজন। গভীর নলকূপ স্থাপনের মত আর্থিক সামর্থ্য ও আমাদের নেই। তাই আপনার সহায়তা আমাদের খুবই প্রয়োজন।
অতএব, জনাবের কাছে আকুল প্রার্থনা আমাদের দূর্ভোগের কথা বিবেচনা করিয়া বিশুদ্ধ পানির জন্য একটি গভীর নলকূপ স্থাপন করার জন্য জনাবের একান্ত মর্জি হয়।
পার্শ্ববর্তী প্রতিবেশীদের নামের তালিকাঃ
১। মিসেস রেহানা, পিতাঃ দেলোয়ার হোসেন।
২। মোঃ মাহাবুল সরদার, পিতাঃ আফসার আলী সরদার।
৩। মোঃ সিরাজ সরদার, পিতাঃ আফসার আলী সরদার ।
৪। জুলহাস, পিতাঃ জহিরুল।
৫। জাহাঙ্গীর হোসেন, পিতাঃ আঃ জব্বার।
তারিখঃ ০১/০৬/২০২৫ইং
বিনীত নিবেদক
(মোঃ মহিউদ্দিন)
গ্রামঃ চাউকাঠি,
ইউনিয়নঃ রত্নপুর,
আগৈলঝাড়া, বরিশাল।
০১৩৩৬৮-৩৮২২৯



