Notification texts go here Contact Us Get It Now!

ইসলামিক ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি ২০২৫

ইসলামিক ফাউন্ডেশন চাকরি,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি
Hamja Computer

ইসলামিক ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি ২০২৫

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪৩ টি পদে ৩৬৩ জনকে নিয়োগ দেয়া হবে। দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদসমূহ ও যোগ্যতা:

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলীবেতন (টাকা)
ফার্মাসিস্ট০৯ জনস্নাতক ডিগ্রী/সমমানের মাদ্রাসা ডিগ্রী + ফার্মাসিস্ট ডিপ্লোমা১২,৫০০ – ৩০,২৩০
হোমিওপ্যাথ০২ জনBangladesh Homeopathic Practitioners Ordinance, 1983-এর অধীনে ডিপ্লোমা১২,৫০০ – ৩০,২৩০
লাইব্রেরী সহকারী০২ জনফাজিল/কামিল/সমমান + লাইব্রেরী সাইন্স ডিপ্লোমা + ৩ বছরের ক্যাটালগার অভিজ্ঞতা১২,৫০০ – ৩০,২৩০
ক্যাটালগার০১ জনফাজিল/কামিল/সমমান + লাইব্রেরী সাইন্স ডিপ্লোমা + ৩ বছরের অভিজ্ঞতা১২,৫০০ – ৩০,২৩০
লাইনো মেশিনম্যান০১ জনকমপক্ষে এসএসসি + বেকারি কোর্স সার্টিফিকেট (৬ মাস)১২,৫০০ – ৩০,২৩০
হোমিও কম্পাউন্ডার১৪ জনস্বীকৃত হোমিওপ্যাথি ডিপ্লোমা + উচ্চ মাধ্যমিক বা আলীম/দাওরায়ে হাদিস১১,৩০০ – ২৭,৩০০
লেডী ফার্মাসিস্ট০৪ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + প্যারামেডিক্যাল ডিপ্লোমা১১,৩০০ – ২৭,৩০০
স্টেনোগ্রাফার০১ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা + সাঁটলিপি ও টাইপিং স্পিড১১,৩০০ – ২৭,৩০০
হিসাবরক্ষক৩২ জনন্যূনতম এসএসসি + ২ বছরের পেট্রোল পাম্প অপারেটর অভিজ্ঞতা১১,০০০ – ২৬,৫৯০
কেয়ারটেকার (ইপ্রএ)০২ জনসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ স্নাতক বা সমমান১১,০০০ – ২৬,৫৯০
প্রশিক্ষণ সহকারী০৬ জনস্নাতক ডিগ্রী/সমমান + ৫ বছরের চাকরীর অভিজ্ঞতা + দ্বীনি শিক্ষার অগ্রাধিকার১১,০০০ – ২৬,৫৯০
অপারেটর০২ জনমাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা১১,০০০ – ২৬,৫৯০
মেশিনম্যান০৫ জনমাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা১১,০০০ – ২৬,৫৯০
মনোকাস্টার০১ জনমাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা১১,০০০ – ২৬,৫৯০
ল্যাবরেটরী টেকনিশিয়ান০৫ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + ল্যাবরেটরী টেকনিশিয়ান ডিপ্লোমা১০,০০০ – ২৪,৬৮০
মুয়াজ্জিন০১ জনআলীম/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা + ইলমে ক্বিরাতে সার্টিফিকেট১০,০০০ – ২৪,৬৮০
লেদ মেকার০১ জনমাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৫ বছরের অভিজ্ঞতা১০,০০০ – ২৪,৬৮০
ব্লক মেকার০১ জনমাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা১০,০০০ – ২৪,৬৮০
সিকিউরিটি সুপারভাইজার০১ জনমাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা + সেনাবাহিনী সুবেদার প্রার্থীদের অগ্রাধিকার১০,০০০ – ২৪,৬৮০
স্টোর কিপার০৩ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + ২ বছরের বাস্তব অভিজ্ঞতা৯,৭০০ – ২৩,৪৯০
বিক্রয় সহকারী১৬ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস৯,৭০০ – ২৩,৪৯০
ড্রাইভার০৪ জনঅষ্টম শ্রেণি পাস + বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা৯,৭০০ – ২৩,৪৯০
কম্পোজিটর০৮ জন৮ম শ্রেণি পাস + ৩ বছরের অভিজ্ঞতা৯,৭০০ – ২৩,৪৯০
মেকানিক কাম স্টিচিং কাম০২ জন৮ম শ্রেণি পাস + ৩ বছরের অভিজ্ঞতা৯,৭০০ – ২৩,৪৯০
বেইজম্যান০২ জন৮ম শ্রেণি পাস + ৩ বছরের অভিজ্ঞতা৯,৭০০ – ২৩,৪৯০
কম্পাউন্ডার (হোমিও)০১ জন৮ম শ্রেণি পাস + ৩ বছরের অভিজ্ঞতা৯,৭০০ – ২৩,৪৯০
স্যানিটারী ইন্সপেক্টর০১ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + হোমিওপ্যাথি ডিপ্লোমা৯,৭০০ – ২৩,৪৯০
হিসাব সহকারী১১ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + ট্রেড কোর্স৯,৩০০ – ২২,৪৯০
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৭৪ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + ৪ বছরের অভিজ্ঞতা৯,৩০০ – ২২,৪৯০
রেকর্ড ও ডেসপাশ সহকারী০২ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + কম্পিউটার দক্ষতা৯,৩০০ – ২২,৪৯০
এল.ডি.এ কাম হিসাব সহকারী০১ জনবাণিজ্যে উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস৯,৩০০ – ২২,৪৯০
রেন্ট কালেক্টর০১ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস৯,৩০০ – ২২,৪৯০
প্রুফ রিডার (প্রেস)০৩ জনউচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + অভিজ্ঞতা৯,৩০০ – ২২,৪৯০
এপ্রেনটিস (প্রেস)০৪ জনঅষ্টম শ্রেণি পাস + সমমান মাদ্রাসা শিক্ষা৯,৩০০ – ২২,৪৯০
ইলেকট্রিশিয়ান০২ জনমাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা + লাইসেন্স৯,৩০০ – ২২,৪৯০
খাদেম০৮ জনআলীম/দাওরায়ে হাদিস৯,৩০০ – ২২,৪৯০
অডিও ভিজ্যুয়েল অপারেটর০৫ জনমাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা৮,৮০০ – ২১,৩১০
মেস ক্লিনার০১ জনঅষ্টম শ্রেণি বা সমমান মাদ্রাসা৮,৫০০ – ২০,৫৭০
অফিস সহায়ক৮৫ জনমাধ্যমিক বা সমমান মাদ্রাসা৮,২৫০ – ২০,১১০
নিরাপত্তা প্রহরী০৯ জনঅষ্টম শ্রেণি বা সমমান + সামরিক/পুলিশ/আনসার বাহিনী অবসরপ্রাপ্ত৮,২৫০ – ২০,১১০
পরিচ্ছন্নতা কর্মী১২ জনঅষ্টম শ্রেণি বা সমমান + ঝাড়ুদার সম্প্রদায়ের অগ্রাধিকার৮,২৫০ – ২০,১১০
বাবুর্চি০৭ জনসংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা + বাংলা পড়া-লেখা৮,২৫০ – ২০,১১০
সহকারী বাবুর্চি০৬ জনসংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা + বাংলা পড়া-লেখা৮,২৫০ – ২০,১১০

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:

আবেদন শুরুর তারিখ:

০৪ মে ২০২৫, সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদন শেষ তারিখ:

১২ জুন ২০২৫, বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে:
http://ifb.teletalk.com.bd/

আবেদন করুন

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.