ইসলামিক ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪৩ টি পদে ৩৬৩ জনকে নিয়োগ দেয়া হবে। দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসমূহ ও যোগ্যতা:
পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী | বেতন (টাকা) |
---|
ফার্মাসিস্ট | ০৯ জন | স্নাতক ডিগ্রী/সমমানের মাদ্রাসা ডিগ্রী + ফার্মাসিস্ট ডিপ্লোমা | ১২,৫০০ – ৩০,২৩০ |
হোমিওপ্যাথ | ০২ জন | Bangladesh Homeopathic Practitioners Ordinance, 1983-এর অধীনে ডিপ্লোমা | ১২,৫০০ – ৩০,২৩০ |
লাইব্রেরী সহকারী | ০২ জন | ফাজিল/কামিল/সমমান + লাইব্রেরী সাইন্স ডিপ্লোমা + ৩ বছরের ক্যাটালগার অভিজ্ঞতা | ১২,৫০০ – ৩০,২৩০ |
ক্যাটালগার | ০১ জন | ফাজিল/কামিল/সমমান + লাইব্রেরী সাইন্স ডিপ্লোমা + ৩ বছরের অভিজ্ঞতা | ১২,৫০০ – ৩০,২৩০ |
লাইনো মেশিনম্যান | ০১ জন | কমপক্ষে এসএসসি + বেকারি কোর্স সার্টিফিকেট (৬ মাস) | ১২,৫০০ – ৩০,২৩০ |
হোমিও কম্পাউন্ডার | ১৪ জন | স্বীকৃত হোমিওপ্যাথি ডিপ্লোমা + উচ্চ মাধ্যমিক বা আলীম/দাওরায়ে হাদিস | ১১,৩০০ – ২৭,৩০০ |
লেডী ফার্মাসিস্ট | ০৪ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + প্যারামেডিক্যাল ডিপ্লোমা | ১১,৩০০ – ২৭,৩০০ |
স্টেনোগ্রাফার | ০১ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা + সাঁটলিপি ও টাইপিং স্পিড | ১১,৩০০ – ২৭,৩০০ |
হিসাবরক্ষক | ৩২ জন | ন্যূনতম এসএসসি + ২ বছরের পেট্রোল পাম্প অপারেটর অভিজ্ঞতা | ১১,০০০ – ২৬,৫৯০ |
কেয়ারটেকার (ইপ্রএ) | ০২ জন | সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ স্নাতক বা সমমান | ১১,০০০ – ২৬,৫৯০ |
প্রশিক্ষণ সহকারী | ০৬ জন | স্নাতক ডিগ্রী/সমমান + ৫ বছরের চাকরীর অভিজ্ঞতা + দ্বীনি শিক্ষার অগ্রাধিকার | ১১,০০০ – ২৬,৫৯০ |
অপারেটর | ০২ জন | মাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা | ১১,০০০ – ২৬,৫৯০ |
মেশিনম্যান | ০৫ জন | মাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা | ১১,০০০ – ২৬,৫৯০ |
মনোকাস্টার | ০১ জন | মাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা | ১১,০০০ – ২৬,৫৯০ |
ল্যাবরেটরী টেকনিশিয়ান | ০৫ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + ল্যাবরেটরী টেকনিশিয়ান ডিপ্লোমা | ১০,০০০ – ২৪,৬৮০ |
মুয়াজ্জিন | ০১ জন | আলীম/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা + ইলমে ক্বিরাতে সার্টিফিকেট | ১০,০০০ – ২৪,৬৮০ |
লেদ মেকার | ০১ জন | মাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৫ বছরের অভিজ্ঞতা | ১০,০০০ – ২৪,৬৮০ |
ব্লক মেকার | ০১ জন | মাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা | ১০,০০০ – ২৪,৬৮০ |
সিকিউরিটি সুপারভাইজার | ০১ জন | মাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা + সেনাবাহিনী সুবেদার প্রার্থীদের অগ্রাধিকার | ১০,০০০ – ২৪,৬৮০ |
স্টোর কিপার | ০৩ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + ২ বছরের বাস্তব অভিজ্ঞতা | ৯,৭০০ – ২৩,৪৯০ |
বিক্রয় সহকারী | ১৬ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস | ৯,৭০০ – ২৩,৪৯০ |
ড্রাইভার | ০৪ জন | অষ্টম শ্রেণি পাস + বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা | ৯,৭০০ – ২৩,৪৯০ |
কম্পোজিটর | ০৮ জন | ৮ম শ্রেণি পাস + ৩ বছরের অভিজ্ঞতা | ৯,৭০০ – ২৩,৪৯০ |
মেকানিক কাম স্টিচিং কাম | ০২ জন | ৮ম শ্রেণি পাস + ৩ বছরের অভিজ্ঞতা | ৯,৭০০ – ২৩,৪৯০ |
বেইজম্যান | ০২ জন | ৮ম শ্রেণি পাস + ৩ বছরের অভিজ্ঞতা | ৯,৭০০ – ২৩,৪৯০ |
কম্পাউন্ডার (হোমিও) | ০১ জন | ৮ম শ্রেণি পাস + ৩ বছরের অভিজ্ঞতা | ৯,৭০০ – ২৩,৪৯০ |
স্যানিটারী ইন্সপেক্টর | ০১ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + হোমিওপ্যাথি ডিপ্লোমা | ৯,৭০০ – ২৩,৪৯০ |
হিসাব সহকারী | ১১ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + ট্রেড কোর্স | ৯,৩০০ – ২২,৪৯০ |
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৭৪ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + ৪ বছরের অভিজ্ঞতা | ৯,৩০০ – ২২,৪৯০ |
রেকর্ড ও ডেসপাশ সহকারী | ০২ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + কম্পিউটার দক্ষতা | ৯,৩০০ – ২২,৪৯০ |
এল.ডি.এ কাম হিসাব সহকারী | ০১ জন | বাণিজ্যে উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস | ৯,৩০০ – ২২,৪৯০ |
রেন্ট কালেক্টর | ০১ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস | ৯,৩০০ – ২২,৪৯০ |
প্রুফ রিডার (প্রেস) | ০৩ জন | উচ্চ মাধ্যমিক/আলীম/দাওরায়ে হাদিস + অভিজ্ঞতা | ৯,৩০০ – ২২,৪৯০ |
এপ্রেনটিস (প্রেস) | ০৪ জন | অষ্টম শ্রেণি পাস + সমমান মাদ্রাসা শিক্ষা | ৯,৩০০ – ২২,৪৯০ |
ইলেকট্রিশিয়ান | ০২ জন | মাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা + লাইসেন্স | ৯,৩০০ – ২২,৪৯০ |
খাদেম | ০৮ জন | আলীম/দাওরায়ে হাদিস | ৯,৩০০ – ২২,৪৯০ |
অডিও ভিজ্যুয়েল অপারেটর | ০৫ জন | মাধ্যমিক/দাখিল/দাওরায়ে হাদিস + ৩ বছরের অভিজ্ঞতা | ৮,৮০০ – ২১,৩১০ |
মেস ক্লিনার | ০১ জন | অষ্টম শ্রেণি বা সমমান মাদ্রাসা | ৮,৫০০ – ২০,৫৭০ |
অফিস সহায়ক | ৮৫ জন | মাধ্যমিক বা সমমান মাদ্রাসা | ৮,২৫০ – ২০,১১০ |
নিরাপত্তা প্রহরী | ০৯ জন | অষ্টম শ্রেণি বা সমমান + সামরিক/পুলিশ/আনসার বাহিনী অবসরপ্রাপ্ত | ৮,২৫০ – ২০,১১০ |
পরিচ্ছন্নতা কর্মী | ১২ জন | অষ্টম শ্রেণি বা সমমান + ঝাড়ুদার সম্প্রদায়ের অগ্রাধিকার | ৮,২৫০ – ২০,১১০ |
বাবুর্চি | ০৭ জন | সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা + বাংলা পড়া-লেখা | ৮,২৫০ – ২০,১১০ |
সহকারী বাবুর্চি | ০৬ জন | সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা + বাংলা পড়া-লেখা | ৮,২৫০ – ২০,১১০ |
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:

আবেদন শুরুর তারিখ:
০৪ মে ২০২৫, সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদন শেষ তারিখ:
১২ জুন ২০২৫, বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে:
http://ifb.teletalk.com.bd/